Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুন্না মাইকেল’ আয়ে এগিয়ে, প্রশংসায় ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গত শুক্রবার ‘মুন্না মাইকেল’ আর ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ ফিল্ম দুটি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথমটি ব্যাপক পরিসরে মুক্তি পেয়েছে। আর পরেরটি সীমিত পর্দায়। স্বাভাবিকভাবে ফিল্ম দুটির আয়ও আনুপাতিক। প্রথমটি আয় প্রথম থেকেই প্রত্যাশা থেকে কম আর পরেরটি আশানুরূপ। দ্বিতীয় দিন অনুকূল মতের কারণে পরের ফিল্মটির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাব্বির খান পরিচালিত ‘মুন্না মাইকেল’ প্রধানত নাচের ফিল্ম, কিন্তু যথেষ্ট বিনোদনের উপাদানও আছে। এরপরও ফিল্মটির আয় ঠিক প্রত্যাশা মত হয়নি। শুক্রবার টাইগার শ্রফ, নেওয়াজউদ্দিন সিদ্দিকি এবং নিধি আগারওয়াল অভিনীত ফিল্মটি ৩০০০ পর্দা থেকে আয় করেছে ৬.৬৫ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় ৬.১৫ কোটি রুপিতে নেমে আসে। রবিবারের ৯.০২ কোটি রুপি আয় ফিল্মটি সপ্তাহান্তে আয় করেছে ২১.৮২ কোটি রুপি।
ড্রামা ফিল্ম ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ পরিচালনা করেছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব। কঙ্কনা সেন শর্মা, রত্মা পাঠক, প্লাবিতা বরঠাকুর, অহনা কুমরা, সুশান্ত সিং, বিক্রান্ত মাসসি, শশাঙ্ক অরোরা, বৈভব তাতবাভদি এবং জগত সিং সোলাঙ্কি অভিনীত ফিল্মটি যে বাণিজ্যিক সাফল্য পাবে তেমন আশা নির্মাতারাও করেনি। অথচ মাত্র ৪০০ পর্দা থেকে প্রথম দিন ফিল্মটি আয় করেছে ১.২২ কোটি রুপি। শনিবার আয় বেড়ে পৌঁছে ২.১৭ কোটি । ফিল্মটির রবিবারের আয় ২.৪১ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৫.৮ কোটি রুপি।
এই সপ্তাহান্ত পর্যন্ত ‘জা¹া জাসুস’ ফিল্মটির আয় ৫৮.৩৮ কোটি রুপি।
‘মুন্না মাইকেল’ থেকে একটি দৃশ্য
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ