Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুই ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ৩:২৪ পিএম

ঋণ জালিয়াতির মাধ্যমে ৪৫ কোটি টাকা আত্মসাতের মামালায় ব্যবসায়ী আলী আকবর খান রতন ও ইঞ্জিনিয়ার গোলাম কবিরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতার আলী আকবর খান রতন হলেন রতন ট্রেডার্সের স্বত্বাধিকারী। আর ইঞ্জিনিয়ার গোলাম কবির হলেন জিওডেটিক সার্ভে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
বুধবার সকালে গুলশানের বাসা থেকে ব্যবসায়ী আলী আকবর খান রতনকে এবং বেলা সাড়ে ১২টায় ইঞ্জিনিয়ার গোলাম কবিরকে সেগুন বাগিচার বাসা থেকে গ্রেফতার করে দুদক টিমের সদস্যরা।
এরপর তাদের রমনা থানায় হস্তান্তর করা হয়। থানা থেকে আজই তাদের আদালতের তোলার কথা রয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) গুলশান কর্পোরেট শাখা থেকে ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতির অভেযোগ আনা হয়।।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, গ্রেফতার দুই ব্যবসায়ী জালিয়াতির মাধ্যমে ১৮০ কোটি টাকার ঋণ প্রস্তাবের বিপরীতে ইউসিবিএল গুলশান শাখা থেকে ৪৫ কোটি টাকা ঋণ মঞ্জুর করান।
এই অভিযোগে মঙ্গলবার রাতে এই দুই ব্যবসায়ী এবং ব্যাংকটির সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়। এই মামলায় আজ দু'জনকে গ্রেফতার করে দুদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ