Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে বিএসএফের হাতে বাংলাদেশী আটক

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:২৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত লিটন মিয়া উপজেলার শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় লিটনসহ কয়েকজন বাংলাদেশে গরু পারাপার করছিল। ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ৩০০ গজ অভ্যন্তরে লিটনকে আটক করে বিএসএফ। এসময় অন্যরা পালিয়ে যায়। বর্তমানে লিটন কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পে আটক অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এছাড়াও লিটনের ব্যাপারে বিজিবির বুড়িমারী কোম্পানি ও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ