Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবা পাচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হচ্ছে

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ইয়াবার অপব্যবহার ও অবৈধ পাচারকারীর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান সংযোজন করে নতুন আইন প্রনয়ন হচ্ছে। ইয়াবাকে ‘ক’ শ্রেণির মাদকদ্রব্যে অর্ন্তভুক্ত করে এ সর্বোচ্চ শাস্তির বিধান সংযোজন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ কার্যক্রমকে আরো ফলপ্রসু করার জন্য সরকার ইতোপূর্বে প্রণীত আইন ও বিধি-বিধান যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে। নতুন আইন প্রনয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাংবাদিককের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার আকার এতটাই ছোট যে, কেউ পকেটে করে অনেকগুলো ইয়াবা পরিবহন করতে পারে। এর পরিবহন ব্যয় নেই বললেই চলে। তাই মাদক ব্যবসায়ীদের জন্য ইয়াবা একটি সুন্দর ব্যবসা। আমাদের কছে যে তথ্য আছে তাতে করে ইয়াবায় প্রচুর লাভ হয়। তাই দ্রæত গ্রামেগঞ্জে ইয়াবার বিস্তার লাভ করেছে। নাফ নদী দিয়েই প্রায় ৭০ শতাংশ ইয়াবা আমাদের দেশে আসে। মাছ ধরার নাম করেই বেশিরভাগ আসে। এজন্য নাফ নদীতে কিছু দিনের জন্য মাছ ধরতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের সময় ওই নদীর জেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ডের পাশাপাশি নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাজকে আরও বেগবান করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে অধিদফতরের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে জনবল বৃদ্ধি করা হয়েছে। সংবাদ উপস্থিত ছিলেন সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দিন আহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



 

Show all comments
  • Saimon Hossain ২৬ জুলাই, ২০১৭, ২:৪৭ এএম says : 0
    কাজের কাজ হয়েছে এবার
    Total Reply(0) Reply
  • নিরেন দাস ২৬ জুলাই, ২০১৭, ৮:৫৭ পিএম says : 0
    এই আইনের পক্ষে সরকারকে অশেষ ধন্যবাদ জানাই, কেননা বর্তমান সমাজে ভালো একজন সঙ্গ খুঁজে পাওয়া মুশকিল হয়ে পরেছে যার সাথেই কথা বলি একটু পরে শুনি সেই ইয়াবা সেবন করা নিয়ে ব্যস্ত থাকে সত্যি কি বর্তমান সমাজে ইয়াবা সঙ্গ ছাড়া কোন সঙ্গ নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ