Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিম পরীক্ষায় রাজবাড়ীতে এবারো ভান্ডারিয়া সি: কামিল মাদরাসা শীর্ষে

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আলিম পরীক্ষার ফলাফলে রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। মোট ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫.০০ (অ+), ২২ জন ৪.০০ (অ), ৯ জন জিপিএ-৩.৫০ (অ-), ৪ জন জিপিএ-৩.০০ (ই) পেয়েছে। উল্লেখ্য রাজবাড়ী জেলার ৫টি অ+ এর মধ্যে ৪টি অ+ ভান্ডারিয়া মাদরাসায় পেয়েছে। মাদরাসাটি রাজবাড়ীতে এবারও সেরা ফলাফল অর্জন করেছে।
আমীরে সালেকীন ভান্ডারিয়ার পীর আলহাজ হযরত হযরত মাওলানা মোজ্জাম্মেল হক সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত ও তার পৃষ্ঠপোষকতায় পরিচালিত, সুন্নতে নববীর অনুসরণে বদ্ধপরিকর, সহশিক্ষামুক্ত, প্রচলিত দলীয় রাজনীতিমুক্ত, মনোরম আবাসিক পরিবেশে পরিচালিত এ মাদরাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সকল পরীক্ষায় প্রতিবছর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে। উল্লেখ্য, ইতোপূর্বে এ প্রতিষ্ঠান দাখিল পরীক্ষায় ২০১৪ সালে ঢাকা বিভাগে ১৬ তম, ২০১৩ সালে সারাদেশে ১৩ তম, ২০১২ সালে ঢাকা বিভাগে ৯ম ও সারাদেশে ২৬তম, ২০১১ সালে জে.ডি.সি পরীক্ষায় ঢাকা বিভাগে ১৩তম ও সারাদেশে ২৭ তম স্থান অর্জন করেছিল। প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ