বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভয়ে এক ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : গত মঙ্গলবার গভীর রাতে মনোহরদী উপজেলার শুকুন্দী ও টেকিরপাড়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতি চলাকালে ডাকাতদের ভয়ে কামাল (৪২) নামে এক ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু ঘটেছে। ডাকাতদের ককটেল বিস্ফোরনে আহত হয়েছে আল আমিন (১৮), ঢল মিয়া (৩০) এবং ইব্রাহিম (৪২) নামে ৩ ব্যক্তি। ডাকাতদের ভয়ে দৌড়া দৌড়ি করতে গিয়ে আহত হয়েছে আরো কমবেশী ৫ জন গ্রামবাসী। তবে ডাকাতরা লুটে নিয়েছে প্রায় ৪ লাখ টাকার সম্পদ।
গ্রামের লোকজন জানিয়েছে রাত অনুমানিক ২ টায় প্রচন্ড বৃষ্টি চলাকালে ১৫/২০ জনের একদল ডাকাত প্রবাসী বিল্লাল হোসেন ও মোসাদ্দেক নামে দুই ব্যক্তির বাড়ীতে হানা দেয়। দেয়াল টপকে বাড়ীর ভিতর প্রবেশ করে বিল্লাল মিয়ার লোহার গেইট কেটে ভিতরে ঢুকে। তারা ঘরে থাকা লোকজনকে মারধোর করে ৮/৯ ভরী স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা, লুট করে।
এসময় বাড়ীর এক মহিলা পার্শ্ববতী চান মিয়া ডিলারের বাড়ীতে গিয়ে তার পুত্র কামালকে ঘুম থেকে ডেকে তুলে জানায় যে, তাদের বাড়ীতে ডাকাত পড়েছে। তাৎক্ষনিক এ কথা শুনে কামাল কামাল মারা যায়। মোসাদ্দেকের ঘর থেকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, কাপড়-চোপড়, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে চলে যেতে থাকে। এসময় আশেপাশের লোকজন তাদের গোয়ালের গরু থেকে কোরবানীর গরু নিয়ে যাচ্ছে সন্দেহে ডাকাতদের পিছু ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।