Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গত ২২ জুলাই দৈনিক ইনকিলাব পত্রিকায় “ছাগলনাইয়ার শীর্ষ সন্ত্রাসী রনিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রনির পিতা ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আলি হোসেনের পুত্র মোঃ মহিউদ্দিন। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত বিষয় হচ্ছে, আমার ছেলে মোশারফ হোসেন রনি কোন হত্যা মামলার আসামী নয়। সরকারী লেক দখলের বিষয়টি সত্য নয়। ওয়াসপা নামে একটি সংস্থা লেকটি লিজ নেয়। আমরা ওই সংস্থার প্রতিনিধি হিসেবে উক্ত লেকটি দেখাশুনা করি মাত্র। মোশারফ হোসেন রনি ঢাকায় ব্যবসা করে আসছে গত দেড় বছর যাবত। রনি কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে মাদকের কোন মামলা নেই এবং আমাদের পরিবারের কোন সদস্য মাদকের সাথে জড়িত নয়। আমার নামে কোন হত্যা মামলা নেই। ২০১৪ সালের ৩০শে জুন দৌলতপুর এলাকার মহাসড়কে পরিত্যাক্ত অবস্থায় যে সকল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব ওই মামলায় আমি ও আমার পরিবারের কেউ আসামী নেই। তিনি উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবেদকের বক্তব্য
সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোন মতামত ছিলনা। সংবাদটি মামলার রেফারেন্স ও পুলিশের বক্তব্য দিয়ে ছাপা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ