বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : নবম ওয়েজবোর্ড ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে গণমাধ্যম কর্মী ও শ্রমিক সংগঠনগুলো। গত সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থার এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী যৌথসভায় এ দাবি জানানো হয়। কর্মচারী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে ও প্রেস ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভা বক্তব্য রাখেন মহাসচিব মোহাম্মদ খায়রুল ইসলাম ও প্রেস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবন্দ। নেতাবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সংবাদপত্র সেবীদের ন্যায়সংগত দাবী উপেক্ষা করে কর্তৃপক্ষ একতরফা ভাবে সংবাদপত্র শিল্পে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কর্মচারী-শ্রমিকদের বঞ্চিত করে বেষম্য সৃষ্টি করছে। নেতৃবৃন্দ বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন, প্রেস ফেডারেশনের কর্মী ও সাংবাদিকদের মালিক দ্বারা হয়রানী ও বৈষম্যের শিকারের তীব্র প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করেন। সভায় নবম ওয়েজবোর্ডসহ উল্লেখিত দাবীসমূহ ৩০ জুলাইয়ের মধ্যে মেনে নেয়া না হলে পরবর্তীতে তথ্য মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।