Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএফআইএলের ব্যবসায়িক সম্মেলন

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর দু’দিনব্যাপী ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন গত ২৩-২৪ জুলাই অনুষ্ঠিত হয়। রাজধানীর দিলকুশায় আইএফআইএল-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি আইএফআইএল এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল কাসেম হায়দার এবং পর্ষদের পরিচালক ও নির্বাহী কমিটি চেয়ারম্যান এস. এম. বখতিয়ার আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইএল এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম শহীদুল হক। সম্মেলনে চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায়িক কার্যক্রম ও সাফল্য পর্যালোচনা করা হয় এবং আসন্ন মাসগুলোতে কাক্সিক্ষত সাফল্য অর্জনের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এসময় ২০১৬ সালে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য ’শ্রেষ্ঠ শাখা পুরস্কার-২০১৬’ এর স্বীকৃতি স্বরুপ প্রতিষ্ঠানের নয়াবাজার শাখার ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন আকন্দ এর হাতে ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেয়া হয়। অন্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান, প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভাগীয় প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ