Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আদমদীঘি-আবাদপুকুর সড়কের বেহাল দশা

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যানবাহন চলাচল
মো: মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : বগুড়ার আদমদীঘি-আবাদপুকুর সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কে ইটের টুকরো দিয়ে মেরামত করা স্থানগুলোতে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়ে ফের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নাটোরের সিংড়ার কালিগঞ্জ, নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলা জনগুরুত্বপূর্ণ আবাদপুকুর-আদমদীঘি সড়ক। এ সড়কের আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে থানা গেটের সামনে, তালশন মোড়, রেল স্টেশন, নতুন পুকুরসহ বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে রেল স্টেশন ও স্টেশনের দক্ষিণ পাশ। চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে বাস-ট্রাক সিএজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চালাচ্ছেন। সড়কের সংস্কার কাজ করা না হলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব ধরনের যানবাহন চালাচল। এতে ভেঙে পড়বে আত্রাই, কালীগঞ্জ, রানীনগর, আবাদপুকুর, সিংড়া, নন্দীগ্রামসহ এর আশপাশ এলাকার মানুষের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। ফলে বন্ধ হয়ে পড়বে ধান, চাল ও মৎস্য ব্যবসা। এ কারণে বেকার হয়ে পড়বে শত শত ব্যবসায়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ