Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে হামলা ও মামলায় বাড়ি ছাড়া ৪ পরিবার

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউপির কান্দিউড়া গ্রামের মানুষ একটি সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি। নান্দাইল মডেল থানার বিভিন্ন মামলার অভিযোগ ও এলাকাবাসির লিখিত অভিযোগের সূত্রে জানা যায়, কান্দিউড়া গ্রামের মৃত ছমেদ আলীর পুত্র হাসিম উদ্দিন ও আজিম উদ্দিনের অন্যায় অত্যাচার আর জমিবাড়ি দখলের নেওয়ার হুমকির কারণে ৪টি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। চুরি, ডাকাতি ও খুন করা তাদের কাছে খুব সহজ হয়ে গেছে। হাসিম উদ্দিন ভ্রাতৃদ্বয়ের নামে নান্দাইল মডেল থানায় দুইটি খুনের মামলাসহ বিভিন্ন থানায় প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিমাংসার নামে দেন দরবার করে মোটা অংকের চাঁদাবাজী চালায়। চাঁদা দিতে অস্বীকার করলেই নেমে আসে নির্যাতনের খড়গ। অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি তারই সহোদর ভাই ভাতিজা। প্রায় ৭ মাস পূর্বে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করলে ভাতিজা জিলু ও কামাল মিয়াকে অন্যায়ভাবে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। ভাতিজারা দীর্ঘ দিন যাবৎ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অত্যাচারে এলাকা ছাড়া ইদ্রিস মিয়া, বাদল মিয়া, হাসু মিয়া ও রতন মিয়ার পরিবার। বিতারিত পরিবারগুলোর জমাজমি ইতিমধ্যে দখল করে নিয়েছে হাসিম উদ্দিন ও আজিম উদ্দিনগংরা। তাছাড়া তার অনুমতি ছাড়া এলাকার কেউ জমিজিরাত বিক্রয় বা বন্ধক দিতে পারে না। বিক্রিত জমি গ্রহিতাকে বুঝিয়ে না দেওয়া, বন্ধকী জমির টাকা না দিয়ে দখলে নেওয়াসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এলাকায়। তাদের ভয়ে এলাকার কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি না। ইতিমধ্যে তাদের এই সমস্ত বেআইনি কার্যকলাপ নিয়ে স্থানীয় গাংগাইল ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্ঝামান খোকন উপজেলা আইন শৃংখলা কমিটিতে অভিযোগ আকারে উপস্থাপন করেছেন। তারপরও অজানা কারণে তাদের বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষ ঘটে যেতে পারে। হাসিম উদ্দিন ও আজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্ত করে দ্রæত আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ