রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বিদেশী রিভালভার ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার চরচারতলা এলাকার মোঘল মিয়া সরকারের ছেলে তাজুল ইসলাম (৪৭) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৪)। ধৃতদেরকে গতকাল মঙ্গলবার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করেন।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে র্যাব সদস্যরা আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এসময় গোলচত্তর এলাকায় দাড়ানো অবস্থায় তাজুল ইসলামের শরীরে তল্লাশী চালিয়ে তার কাছে একটি বিদেশী রিভালভার ও এক রাউন্ড গুলি সহ দুইজনকে আটক তরা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।