রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিলেট অফিস : সিলেটের জৈন্তাপু থেকে ভারত থেকে নিয়ে আসা উচ্চক্ষমতা সম্পন্ন বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্যসহ দু’জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৯)। আটককৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের জহির উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২২) ও একই উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।
গতকাল সিলেট র্যাব-৯ সদর দফতরে সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর উপজেলা সদর থেকে খায়রুল ও নজরুলকে আটক করা হয়। এ সময় তাদেও হেফাজতে থাকা ২৮৩ গ্রাম ওজনের ২৮টি শক্তিশালী ইলেক্ট্রিক ডেটোনেটর ও ৩ কেজি ৯শ’ গ্রাম ওজনের ৩০ পিস পাওয়ার জেল উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক আরো জানান, আটককৃতদের তথ্য অনুযায়ী, বিস্ফোরকদ্রব্য ভারতের মেঘালয় রাজ্যে কয়লা খনিতে ব্যবহার হয়ে থাকে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে আটককৃতদের হাত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব বিস্ফোরকদ্রব্য আগে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বিস্ফোরকদ্রব্যের সঙ্গে মিল রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।