Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিমান বাহিনীর গ্রাউন্ড সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বিমান বাহিনীর ৫ম গ্রাউন্ড সেফটি অফিসার্স কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনীর উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মোঃ মর্তুজা কামাল, জিইউপি, এনডিসি, পিএএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন বলে আইএসপিআর জানিয়েছে। আইএসপিআর সূত্রে বলা হয়েছে, এ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর ১ জন করে মোট ৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার তাম্মাম ফজল কোর্সে প্রথমস্থান অর্জন করেন। সফলতার সাথে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং তিনি ফ্লাইট সেফটি ইনিস্টিটিউটের অধিনায়ক, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ