Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসিরা উন্নয়নে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চান

আজ সম্মেলন শুরু

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

পঞ্চায়েত হাবিব : টিআর কাবিখা প্রকল্পসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তাবায়নে সরকারি দলের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি তুলছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। একই সঙ্গে এনজিওগুলোর মাইক্রো ক্রেডিটের সঙ্গে সম্পৃক্ত তাদের মনিটরিং করার জন্য এনজিও ব্যুরোর কর্মকর্তা নিয়োগ দেয়ার প্রস্তাব দিয়েছেন তারা। কোনো কোনো প্রকল্পের পরিকল্পনা প্রণয়নের সময় মাঠ পর্যায়ের অভিমত গ্রহণ করা হয় না। ফলে প্রকল্প বাস্তবায়নকালে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন এলাকায় ডিসিদের সম্পৃক্ত করার প্রস্তাব দেয়া হয়েছে। এ প্রস্তাবটি বরিশাল ও কুড়িগ্রামের জেলা প্রশাসক দিয়েছেন।
আজ মঙ্গলবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন। আওয়ামী লীগের টানা দ্বিতীয় মেয়াদের শেষ পর্যায়ে এসে এই সম্মেলন। এই সরকারের মেয়াদে আর মাত্র একটি ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতি বছরই ঘটা করে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করা হয়। এসব সমস্যার আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। ভারতীয় ফেন্সিডিল-চোরাচালান বন্ধে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের টহল বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন ডিসিরা বলে কার্যপত্রে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় তার কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
গত বছর জেলা প্রশাসক সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল হাওর-বাঁওড় হতে অবহেলিত মাছ সঠিকভাবে সংরক্ষণের জন্য মৎস্য সংরক্ষণাগার তৈরি করতে হবে। নৌ যান দুর্ঘটনা রোধে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি এবং দক্ষ নৌ-জনশক্তি করতে হবে। যাকাতের টাকার একটি অংশ সংশ্লিষ্ট জেলায় বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মূল্য নির্ধারণ করতে হবে। জেলায় ভিআইপিদের আগমন বেশি সেই জেলায় প্রটোকল কাজের ব্যবহারের জন্য গাড়ি বরাদ্দ দিতে হবে। মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ, সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট দূরীকরণ। এসব সমস্যা নিরসনে নেয়া হয় নানা সিদ্ধান্ত। কিন্তু বাস্তবায়িত হয়নি বলে এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে স্থান পেয়েছে পুরোনো এই সমস্যাগুলো। নাম প্রকশে অনিচ্ছুক এক জেলা প্রশাসক ইনকিলাবকে বলেন, টিআর কাবিখা প্রকল্প নয় সকল প্রকল্পে সরকারি দলের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। তা হলে প্রধানমন্ত্রীর ঘোষণা উন্নত দেশ গড়া যাবে। এগুলো বন্ধ না হলে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।
ডিসিদের পাঠানো প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো আজ আলোয় স্থান পেয়েছে সেগুলো হচ্ছেÑ প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত প্রস্তাবনায় বলা হয়েছে, এনজিওদের প্রকল্প বাস্তবায়ন শেষে জেলা প্রশাসক কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হয়। কিন্তু প্রকল্পের অনুমোদনপত্রে প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ, প্রকল্পের এলাকা সুনির্দিষ্টভাবে উল্লেথ থাকে না। প্রত্যয়ন ফরমটি সুনির্দিষ্ট না থাকায় সমস্যা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের গৃহ নির্মাণ ও মোটর গাড়ি অগ্রিমের পরিমাণ অপ্রতুল। তা বৃৃদ্ধির প্রস্তাব দিয়েছে। কর্মচারীদের কাছ থেকে স্থানভেদে ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাসাভাড়া কর্তন করা হয়। তা বাতিলের প্রস্তাব দেয়া হয়েছে। সবাব জন্য শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে বই বিতরণের প্রস্তাব দিয়েছেন বরিশালের ডিসি। বেসরকারি স্কুল কলেজ ও মাদরাসা পরিচালনায় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য নির্বাচনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন কিশোরগঞ্জের ডিসি। পাট পণ্য পরিবেশবান্ধব করতে সরকারিভাবে বিক্রয় কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছেন জামালপুরের ডিসি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় তার কার্যালয়ের ‘শাপলা’ হলে এ সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা ১৮টি কার্যঅধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জেলা প্রশাসকদের বক্তব্যও শুনবেন প্রধানমন্ত্রী। প্রশাসনের গতিশীলতা আনতে এবং তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের নির্দেশনা দেবেন। একটি সুপারিশমালাও থাকছে এবারের জেলা প্রশাসক সম্মেলনে। এবারের জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আজ মঙ্গলবার, শেষ হবে শুক্রবার। চার দিনের এই জেলা প্রশাসক সম্মেলন ২২টি অধিবেশনে সাজানো হয়েছে। এবারের সম্মেলনে ৩৪৯টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা। সম্মেলনে এসব বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলন বলেন, তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সরকারের নীতি, দর্শন, প্রাধিকারÑ এগুলো নিয়ে প্রতি বছর বৈঠক হয়। তিনি বলেন, এবার ৩৪৯টি প্রস্তাব। এগুলো ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে এসেছে।’ শফিউল আলম বলেন, মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শুনবেন ও নির্দেশনা দেবেন। গত বছর ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছরের ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯৩ দশমিক ৩২ শতাংশ। বাস্তবায়নের হার সাধারণত এমনই হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ