পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার বিষয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, পুলিশ একটি বড় বাহিনী। এখানে অতি উৎসাহী কেউ থাকতে পারেন। পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অতি উৎসাহী কোনও সদস্য এ ঘটনা ঘটালে ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার বিকালে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় কাবাডি স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ কাবাডি লীগ-২০১৭-এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সিদ্দিকুর রহমানের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। গত বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের শিক্ষার্থীরা রুটিনের দাবিতে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ টিয়ারশেল ছুড়ে করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় জাতীয় জাদুঘরের সামনে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেয়া হয়। আঘাতে তার দুচোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় পুলিশের সমালোচনা হয় সর্বত্র। সমালোচনার মুখে ঘটনা তদন্তে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।