Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ প্রার্থীকে পাগল দুর্নীতিগ্রস্ত ও জনবিচ্ছিন্ন আখ্যা দিয়ে বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী ও আ’লীগের বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলেন এবং কর্মী-সমর্থকদের ওপর হামলাসহ নানা অভিযোগ উত্থাপনের মাধ্যমে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। এরই ধারাবাহিকতায় উপজেলার চাখারে ইউপি নির্বাচনে এবার আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খিজির সরদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার চাখারে নিজ নির্বাচনী অফিস চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু লিখিত বক্তব্যে আ’লীগ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী খিজির সরদারকে একজন পাগল, দুর্নীর্তিগ্রস্ত ও জনবিচ্ছিন্ন নেতা আখ্যা দিয়েছেন। নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে তিনি টুকুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এর আগে গত রোববার সংবাদ সম্মেলনে  খিজির সরদার তাকে ৪টি হত্যাকা-ের নায়ক উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা দিতে গিয়ে টুকু দাবি করেন ছাত্রদল নেতা হুমায়ুন কবির সিকদার হত্যা মামলায় তার সঙ্গে প্রধান আসামি ছিলেন খিজির সরদার, তার ভাই সেলিম সরদার ও দুই ফুফাতো ভাই। টুকু দাবি করেন তৃণমূলের মতামত না নিয়ে গুটিকয়েক নেতার মতামতকে প্রাধান্য দিয়ে মনোনয়ন বোর্ড প্রার্থী চাপিয়ে দিয়েছেন। খিজির সরদারকে দলীয় মনোনয়ন দিয়ে  জেলা আ’লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এখন অনুশোচনায় ভুগছেন বলেও টুকু দাবি করেন। টুকু বলেন, খিজির সরদার নির্বাচনে ৪র্থ স্থানে থাকবেন। টুকু তার বিরুদ্ধে খাল খনন ও ত্রাণের নামে গম আত্মসাত ও ফোর মার্ডারের অভিযোগ অস্বীকার করে নিজেকে চাখারের উন্নয়নের রূপকার বলে দাবি করেন। তবে উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির ও চাখার ইউনিয়ন ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির সিকদার হত্যা মামলায় তাকে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণভাবে আসামি করা হয়েছিল বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনের হামলায় আহত টুকুর সমর্থক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, কর্মী হাবিবুর রহমান মোল্লা ও সালমা বেগম বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মজিবুল ইসলাম টুকুর আনারস প্রতীকের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও চাখার বাজার পরিচালনা কমিটির সম্পাদক শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা হাজী শরীফ মো. সেকেন্দার আলী, ৯নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বজলুর রহমান, সমাজসেবী মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, হাজী আ. আজিজ হাওলাদার, হাজী মো. মানিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ