Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গংগাচড়ায় পানি সঙ্কটে আমন আবাদ ব্যাহত

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মোহাঃ ইনামুল হক মাজেদী, গঙ্গাচড়া (রংপুর) থেকে : রংপুর জেলার গংগাচড়া উপজেলায় বিভিন্ন এলাকায় পানি সংকটে আমন আবাদ বিঘিœত হচ্ছে। কৃষকরা জানান, কিছুদিন আগে বৃষ্টি হলেও বর্তমানে চলছে তীব্র রোদ, খরা। বৈরি আবহাওয়া চলছে এখন। এ অবস্থায় চলমান আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছে। তবে কিছু কিছু কৃষক প্রকৃতির আশায় না থেকে জমিতে শ্যালো কিংবা মোটর দিয়ে সেচ দিচ্ছে। পানি না থাকায় অনেক চাষকৃত জমি শুকিয়ে গেছে। কৃষকরা আমন চাষ করতে পারছেন না। এ দিকে দিন দিন চারার বয়স বেশি হচ্ছে। সরেজমিনে কিছু এলাকায় দেখা গেছে, লোকজন জমিতে শ্যালো কিংবা মোটর দিয়ে সেচ দিচ্ছে। লালচাঁদপুর এলাকার কৃষক মোঃ আক্কাস আলী বলেন, কি আর করি জমিতে পানি নেই। বাধ্য হয়ে মোটর লাগিয়ে সেচ দিয়ে রোয়া (চারা) গারা রোপণ) লাগবে। খলেয়া গ্রামের কৃষক আজিজুল ইসলাম গতকাল সেচ দিয়ে চারা রোপন করেছেন। কিসামত হাবু গ্রামের কৃষিক আরেফিন বলেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত রোয়া লাগানো যাচ্ছে না। পানি সেচের কোনো ব্যবস্থা নেই। অনেক জমিতে পানি না থাকায় শুকনা হয়ে গেছে। এদিকে খরতাপে সদ্য রোপনকৃত আমন ক্ষেত শুকিয়ে যাচ্ছে। জমিতেও ফাটল ধরছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বৃষ্টির অপেক্ষায় না থেকে শ্যালো কিংবা মোটর দিয়ে সেচ দিয়ে চারা রোপন করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ