রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোর জেলা সংবাদদাতা: ছেলের সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ছেলেকে টপকে ভালো ফলাফল করেছে মা। আর ছেলের মাকে টপকে আরো ভালো ফলাফল করেছে ছেলের খালা। এমন ফলাফলে আনন্দের জোয়ার এখন নাটোর শহরের মল্লিকহাটি এলাকার রুহুল আমিনের বাড়িতে।
চলতি বছর কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকে এইচ এস সি পরীক্ষায় অংশ নেয় রুহুল আমিনের ছেলে রাকিব আমিন। সে পেয়েছে জিপিএ ৩.৬৭। ১৯৯৫ সালে এসএসসি পাশ করেন রুহুল আমিনের স্ত্রী শাহানাজ বেগম। তারপর আর পড়া হয়নি তার। এক পুত্র ও এক কন্যার জননী শাহানাজ বেগম তার সন্তানদের পড়ালেখা করাতে গিয়ে আবারও পড়াশোনার প্রতি টান অনুভব করেন। তাই ২২ বছর পর আবারও নাটোর মহিলা কলেজে এইচ এস সি পরীক্ষায় অংশ নেন এই মা। অর্জন করেন জিপিএ-৪.৮৩। এই শাহনাজ বেগমের আগ্রহ দেখে তার ফুপাতো বোন মমতা হেনাও শুরু করেন পড়াশোনা। ১৯৯৩ সালে এসএসসি পাশ করার ২৪ বছর পর আবারো হাতে তুলে নেন বই। দুই বোন একই কলেজে কম্পিউটার অপারেশন ট্রেডে ভর্তি হয়ে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে মমতা হেনা অর্জন করেন জিপিএ-৪.৮৮। একই পরিবারের এই তিনজনকে একসাথে পাশ করতে দেখে চমকে গেছেন অনেকেই। ফলাফল ঘোষণার পরপরই তাদের একনজর দেখতে অনেকেই ভীড় জমাচ্ছেন শহরের মল্লিকহাটি এলাকায় তাদের বাড়িতে।
মায়ের ভালো ফলাফলে খুব খুশী ছেলে রাকিবও। রাকিব জানায়, তার চেয়ে ভালো রেজাল্ট করলেও কোন কষ্ট নেই বরং আনন্দ এজন্য যে, তার মা ও খালা এতকিছুর পরও প্রমাণ করতে পেরেছেন, ইচ্ছা থাকলেই সব করা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।