Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ লুট

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের মৃত হযরত আলির ছেলে বিষমুক্ত মাছ চাষি ইয়াকুব আলীর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে জাল দিয়ে মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ৬ বিঘার এই পুকুর থেকে গত রোববার গভীর রাতে প্রায় ৫ লাখ টাকার মাছ লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ইয়াকুব আলী।
বিষমুক্ত মাছ চাষি ইয়াকুব আলী জানান, খয়ের বাড়িয়ায় তার নিজস্ব জমিতে ১২ বিঘার তিনটি পুকুর রয়েছে। এর মধ্যে একটি ৬ বিঘা, একটি ৪ বিঘা ও অপরটি ২ বিঘার পুকুর। দুর্বৃত্তরা ৬ বিঘার পুকুরে রোববার গভির রাতের আধাঁরে যে কোন সময়ে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে পুকুরের মাছ মেরে জাল টেনে প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করেছে। রোববার সকালে স্থানীয় যুবকের কাছে পুকুরে মাছ ভেসে উঠার সংবাদ পেয়ে পুকুরের কাছে ছুটে যান ইয়াকুব আলি। তিনি বলেন, আমি পুকুরে জালটেনে ৩০ মনের মতো মরা মাছ পেয়েছি। এরপর পুকুরে ভেসে উঠা অবশিষ্ট মরা মাছ এলাকাবাসি ধরে নেন। থানায় জানানোর পর পুলিশ এসে সরেজমিন পরিদর্শন করে গেছে। তিনি আরও বলেন, রুই, কাতলা, সিলভারকাপ প্রতিটি মাছ দুই থেকে ৫ কেজি ওজন।
খয়েরবাড়িয়ার স্থানীয় এলাকাবাসি জালাল উদ্দিন জানান, রোববার তিনি তার ঘরে শুয়েছিলেন। গভির রাতে বাড়ির পাশের রাস্তায় তিনি দুটি ট্রাকের শব্দ শুনতে পেয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত চাষি হাবিবুর রহমান মৎস্য হাবিব বলেন, দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের বিষমুক্ত মাছ চাষি ইয়াকুব আলি বড় মাছের চাষ করেন। তার ৬ বিঘার একটি পুকুর থেকে রোববার গভীর রাতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে পুকুরে জাল টেনে প্রচুর পরিমানে মাছ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, একটি চক্র বেশ কিছু দিন থেকে ঈশ্বরদীর বিভিন্ন পুকুরে বিষ দিয়ে মাছ লুট করে নিচ্ছে। তিনি ইয়াকুব আলীর পুকুরের মাছ লুন্ঠনকারীদের গ্রেফতার ও মাছ লুট বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ