রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাজিম বকাউল, ফরিদপুর থেকে : ফরিদপুরে চিকিৎসা সেবা দিতে প্রতিদিন বিভিন্ন এলাকা ও জেলা থেকে ভূয়া ডাক্তারের আগমন হয়। এসকল ডাক্তারদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। প্রতারণার মাধ্যমে সার্টিফিকেট যোগার করে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ডাক্তারা ফরিদপুরের বিভিন্ন ক্লিনিকে বসে চিকিৎসা সেবা দিচ্ছে। প্রতিদিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। প্রতারিত হচেছ নিড়িহ ও গরীব রোগীরা। এব্যবসার সাথে জড়িত আছে ফরিদপুর ক্লিনিক ব্যবসায়ী ব্যক্তিরা। ফরিদপুর শহরে প্রায় শত খানেক ক্লিনিক আছে। কোনো না কোনো ক্লিনিকে এ ধরণের ব্যবসা চলছে। ক্লিনিক মালিকরা এতই প্রভাবশালী এদের বিষয়ে কেউ কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলেও উল্টো বিপদে পড়তে হয়। এদের সাথে আছে প্রভাবশালী ব্যক্তিরা। যাদের কথায় প্রশাসন চলে। মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান চালালেও কিছুদিন পরে আবার সক্রিয় হয়ে ওঠে। স্বাস্থ্য বিভাগের কোনো তদারকী না থাকার কারণে রোগীরা প্রতারিত হচ্ছে।
সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি অফিসের পরিচালকদের টাকা দিলেই যন্ত্রপাতি, আসবাবপত্র থাকুক বা নাই থাকুক তাদের লাইসেন্স মিলে যায়। নিময়কানুন অনুযায়ী কোনো ক্লিনিকই অনুমোদন পায়নি। ফরিদপুরের বেশীরভাগ ক্লিনিকের এখন পর্যন্ত বাৎসরিক লাইসেন্সটিও রিনিউ করে নাই। সাম্প্রতিক শহরের কিছু কিছু স্থানে নাসিং ট্রেনিং স্কুল, মেডিকেল এ্যাসিসটেন্ট স্কুল এন্ড কলেজ দেখা যায়। ওই ট্রেনিং সেন্টারগুলোতে পর্যাপ্ত শিক্ষক, যন্ত্রপাতি, টেকনিশিয়ান কিছুই নাই। চলে শুধু অদক্ষ কারিগর দিয়ে । এভাবেই প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীরা ওই ট্রেনিং সেন্টার থেকে প্রতারিত হচ্ছে। ট্রেনিং সেন্টারের কর্তৃপক্ষ বছরে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
শহরের একটি নার্সি সেন্টারের ছাত্র-ছাত্রীদের দেখা যায় অন্য কোনো হাসপাতালে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য নেওয়া হচ্ছে। অথচ স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে এই প্রতিষ্ঠানটি চলছে বলে প্রচার প্রচারণা চালাচ্ছে। ফরিদপুরের সচেতনমহল বিষয়গুলি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।