বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অব্যাহত ভারী বর্ষণ, প্রবল জোয়ার ও পাহাড়ি ঢলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। সর্বত্র স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে অচল। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়-টিলা ধসের সতর্কতা জারি রয়েছে। সেই সাথে বিরাজ করছে বিভিন্ন স্থানে পাহাড় ধসের আতঙ্ক। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সঙ্কেত বলবত রাখা হয়েছে। টানা ভারী বর্ষণের সাথে আজ সকাল ৭টা ৪০ মিনিটে সামুদ্রিক জোয়ারের পালা শুরু হলে দ্বিতীয় দিনের মতো নগরীজুড়ে মারাত্মক পানিবদ্ধতা সৃষ্টি হয়। জনদুর্ভোগ পৌঁছে গেছে চরমে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অতিবৃষ্টির সাথে জোয়ারে হাঁটু থেকে কোমর সমান পানিতে ডুবে গেছে নগরীর দক্ষিণ ও পশ্চিমে আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা সাগরিকা থেকে শুরু করে পূর্বে বাকলিয়া, চাক্তাই খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, রাজাখালী, মিয়াখান নগর, বহদ্দারহাট, কাপ্তাই’র মোড়, মোহরা, চান্দগাঁও, মুরাদপুর, শোলকবহর, ষোলশহর, নাসিরাবাদ, বায়েজিদ, প্রবর্তক, পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জসহ অনেক এলাকা। কোথাও কোথাও বুক সমান পানিতে তলিয়ে গেছে। এতে করে অফিস, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, হাট-বাজার, রাস্তা-ঘাট সড়ক, মসজিদ, হাজার হাজার বসতঘর ডুবে গেছে কাদা-পানি ও পাহাড় ধোয়া বালি আর মাটিতে। আবর্জনা ছড়িয়ে পড়েছে শহরময়।
লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সড়ক ডুবে থাকায় যানবাহনের অভাবে কর্মমুখী অগণিত মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে জাহাজের আমদানি-রফতানিমুখী পণ্যসামগ্রী ওঠানামা, ডেলিভারি পরিবহন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বেড়ে যাচ্ছে বন্দরজট। দিনে এনে দিনে খাওয়া গরীব দিনমজুর, হকারদের আয়-রুজির পথ প্রায় রুদ্ধ হয়ে গেছে।
অতিবর্ষণে জেলার মীরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, সাতকানিয়া, বাঁশখালীসহ বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল বয়ে যাচ্ছে। ফল-ফসল, ক্ষেত-খামারের ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক। ভেসে গেছে অনেক মৎস্য খামার। বৃহত্তর চট্টগ্রামে অতিবৃষ্টির মধ্যে পাহাড় ধসের তীব্র ঝুঁকিতে রয়েছে লাখ লাখ মানুষ। আবহাওয়া বিভাগ জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগসগ দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ, কোথাও অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।