Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার শেখপাড়া বাতাসি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শেখপাড়া বাতাসি গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শালনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইয়ার আলী সমর্থিত লোকজনদের সাথে একই ইউপির ২নং ওয়ার্ডের সদস্য সাজ্জাদুল ইসলাম সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ৮ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইয়ার আলী একটি মিমাংসিত ঘটনাকে উপেক্ষা করে প্রতিপক্ষ ২নং ওয়ার্ডের সদস্য সাজ্জাদুল ইসলাম সমর্থিত লোকজনদের নামে আদালতে পৃথক দুটি মামলা করেন। এরই জের ধরে গতকাল রোববার সকালে বিবাদমান দুটি পক্ষ রাম দা, ঢাল, সড়কি নিয়ে টিপু শেখের দোকানের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হল, বাবলু মোল্যা, সেলিম, তারিক খান, ওয়াহাব খান, ওহিদ মোল্যা, সোহেল, টিটুল, সাহিদুল মোল্যা, আব্দুল্লাহ, গোলাম রবাবনী, ফায়েক মোল্যা, আলম মোল্যা, এরশাদ শেখ, এরশাদ মোল্যা, কামরুল মোল্যা, ইউসুফ শেখ। সংবাদ পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ