Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দেড় বছর পর খ্রিষ্টান চিকিৎসক হত্যায় ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : প্রায় ১৮ মাস পর ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিন হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার ডেফলবাড়ীয়া গ্রামের একটি পুকুর থেকে ছোরা ও মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারি সদর উপজেলার কালুহাটি গ্রামের বেলেখাল বাজারে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত হোমিও চিকিৎসক খাজা ছমির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ড শেষে ঘাতকরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পুলিশ পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা এনামুলকে জিজ্ঞাসাবাদ করলে সে খাজা ছমির উদ্দিন হত্যা কথাও স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো স্থান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা ও মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে ওসি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ