Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসিতে মাইলস্টোন কলেজের অসাধারণ সাফল্য

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

এইচএসসির ফলাফলে অসাধারণ সাফল্যধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরা মডেল টাউনের মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১৮৯৫ জন ছাত্রÑছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং ১৮৯৩ জন পাস করে। উভয় মাধ্যমে পাসের হার ৯৯.৮৯ শতাংশ এবং ইংরেজি মাধ্যমে পাসের হার শতভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ অর্জন করে ৫৯১ জন। বিজ্ঞান বিভাগ থেকে ১২৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে, পাসের হার শতভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৫০৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.৬০ শতাংশ। মানবিক বিভাগ থেকে ৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার শতভাগ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই বরাবরের মতো এবারও এইচএসসিতে ভালো ফলের ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে, যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ পায়। এটি মাইলস্টোন কলেজের একটি বিশেষ সাফল্যের দিক। ছাত্র-ছাত্রীদের প্রথম দিন থেকেই নিয়মিত পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদান করা হয় যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ