Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড ৫ আগস্ট

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার; জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে আগামী ৫ আগস্ট দেশের দুই কোটি ২৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিসহ স্বাভাবিক বেড়ে ওঠা নিশ্চিত করতে সারা দেশে এই টিকা খাওয়ানো কার্যক্রম পরিচালিত হবে। গতকাল রোববার সাকালে রাজধানীর মতিঝিলে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে আয়োজিত এক বিভাগীয় অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. নিতীশ কান্তি দেবনাথের সভাপতিত্বে ও সহকারী প্রধান এমআইএস মীর রাইহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপ পরিচালক ডা. নাজীব আহমদ, প্রোগ্রাম ম্যানেজার ডা. রমেশ চন্দ্র সাহা ও ডা. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. এহসানুল করিমসহ ১৩ জন সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের ১৩ জন উপ পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের একজন প্রতিনিধিসহ স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, আগামী ৫ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষাধিক কেন্দ্রে ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে বলা হয়েছে, এ ছাড়া জোর করে বা কান্নারত অবস্থায় ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেয়া হয়েছে। আর অসুস্থ শিশুদের ক্যাপসুল না খাওয়াতে নিরুৎসাহিত করা হয়েছে।
ক্যাম্পেইনের আওতায় শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হবে বলেও জানানো হয়েছে।
৬-১১ মাস বয়সী শিশুদের একটিও যেন ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে জন্য মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক সবার সহযোগিতায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন খাওয়ানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ