Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পড়াশোনা নিয়েই দিন কাটে দীঘির

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বিজ্ঞাপন ও চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া দীঘি আগামী বছরের শুরুর দিকে মাধ্যমিক পরীক্ষা দেবেন। পরীক্ষার আর বেশি সময় নেই। তাই পড়ালেখা নিয়ে ব্যস্ত আছেন তিনি। দীঘি বলেন, অনেক চাপের মুখে আছি, আগামী বছর এসএসসি পরীক্ষা দেব। তাই চাপটা বেশি। প্রাইভেট, ক্লাস, কোচিং করতে করতে কখন সময় কেটে যায় বুঝতে পারি না। আবার পরীক্ষার কথা মনে হলে, মনে হয় দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। দীঘির মা প্রয়াত নায়িকা দোয়েলের ইচ্ছে ছিল মেয়ে চিকিৎসক হবে। তবে চিকিৎসক হতে ভয় পান দীঘি। বলেন, মায়ের শেষ ইচ্ছা আমি ডাক্তার হবো, সেই লক্ষ্য নিয়ে পড়াশোনা করে যাচ্ছি, প্রফেশন কোনটা হবে তা বলা মুশকিল। তবে ডাক্তার হতে ভয় করে। আসলে ডাক্তার হতে গেলে অনেক বেশি পড়াশোনা করতে হয়, তারচেয়ে বড় বিষয় চারদিকে যেভাবে দুর্ঘটনা ও বীভৎস ঘটনা ঘটে, তখন মনে হয় সব কিছুই ডাক্তারের কাছে আসবে। আমি ডাক্তার হয়ে এসব বীভৎস দৃশ্য সামলাতে পারবো না মনে হয়, ভয় লাগে। সব সময় মনে হয় সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখেন, সবার যেন স্বাভাবিক মৃত্যু হয়। পরীক্ষা দেওয়ার পর চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে দীঘির। দীঘি বলেন, সব সময়ই অভিনয় করার জন্য বলেন সবাই, আমার কাছে যত অফার আসে তার চেয়ে বাবার (অভিনেতা সুব্রত বড়–য়া) কাছে বেশি আসে, বাবাকে প্রায়ই দেখি মোবাইলে না করছেন। পড়ালেখা ঠিকঠাক রেখে অভিনয়টা করতে চান দীঘি। দীঘি বলেন, আমি তো অভিনয় শিল্পী, এটা আমার রক্তে আছে। যেখানেই যাই আমাকে সবাই ভালোবাসে, সেটি অভিনয়ের জন্যই। তবে আমি আগে পড়াশোনাটা শেষ করতে চাই। কারণ একজন অভিনয় শিল্পীরও পড়াশোনার দরকার আছে বলে আমি মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ