Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেল ধ্রুব মিউজিক স্টেশন

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল এক লাখ সাবস্ক্রাইব অতিক্রম করায় ইউটিউব কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে সিলভার প্লে বাটন সম্মাননা প্রদান করেছে। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবের দেয়া পুরস্কার গ্রহণ করেন কন্ঠশিল্পী ও প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ। এ ব্যাপারে ধ্রুব গুহ শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকসহ ধ্রুব মিউজিক স্টেশনের সব ভিডিওর সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীর পাশাপাশি দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা কেবল ধ্রুব মিউজিক স্টেশনের নয়, পুরো বাংলাদেশের, সকল বাংলা সঙ্গীত প্রেমীদের। তিনি বলেন, ধ্রুব মিউজিক স্টেশন প্রতিষ্ঠার পর থেকে বাংলা সঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও ধ্রুব মিউজিক স্টেশন তাদের এই ধারা অব্যাহত রাখবে। উল্লেখ্য প্রতিষ্ঠিানটির ইউটিউবের বর্তমান সাবস্ক্রাইবার দুই লাখের উপরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ