রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাটিকাটা (হাসেনপুর) গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্তা গৃহবধূকে মারপিট করে গুরুতর আহত করে। নান্দাইল মডেল থানায় মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাটিকাঁটা গ্রামের জনৈক আল আমিন সাথে একই গ্রামের কাদির, তাইজুল, নজরুল গংদের মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে গত ১৯ জুলাই বুধবার আল আমিনের পাঁচ মাসের অন্তঃসত্তা স্ত্রী আঁখি আক্তার (২৫) কে বাড়ীতে একা পেয়ে বেদম মারপিট করে।
আল আমিনের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল কাদির গংদের ভয়ে আলআমিনও তার পরিবার নিরাপত্তাহীনতার জন্য উপজেলা সদরে বাসাবাড়ী নিয়ে ভাড়া থাকেন। ঘটনার দিন আঁখি আক্তার সাংসারিক কাজে বাড়ীতে গেলে তাকে একা পেয়ে বেধরক মারপিট করে এবং ঘরের আসবাব পত্র ভাংচুর করে। আঁখি আক্তারের আর্তচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া উদ্ধার করে। মারাতœক আহত অবস্থায় তাকে নান্দাইল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২২ জুলাই রাতে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে।
জানা যায়, রোববার সকালে মামলার খবর পেয়ে বিবাদীরা বাদীর বাড়ীঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে লুটপাট করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।