Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় বন্যার্তদের পাশে শিরীন আখতার

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয় (ফেনী) উপজেলা সংবাদাদাতা : ফেনী-১ আসনের সাংসদ জাসদ নেত্রী শিরিন আখতার গত শনিবার দুপুরে ফুলগাজী ও পরশুরামের বন্যা কবলিত স্থানগুলো ঘুরে দেখেন। এমপি শিরিন আখতার বন্যা কবলিত এলাকায় শুকনা খাবার চিড়া মুড়ি বিতরন করেন। গত শনিবার দুপুরে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের পরিদর্শনে আাসেন ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। পরিদর্শনে সদর ইউনিয়নের দেড়পাড়া এলাকায় মুহুরি নদির ভাঙ্গনে প্লাবিত দেড়পাড়া ও নিলখি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং পরবর্তিতে ঘরবাড়ি নির্মানসহ ব্যাপক ত্রাণ বিতরনের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ফুলগাজী থানা অফিসার ইনচার্জ এম, এম মোর্শেদ পি পি এম, সহকারি কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জোহরা উপমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বারী, উপজেলা জাসদ সভাপতি আবুল খায়ের মেম্বার, স¤পাদক বিনোদ বিহারি ভানু, পরশুরাম উপজেলা জাসদের সাধারন স¤পাদক আবদুল মোমেন মজুমদার বাবুল, মোশারফ হোসেন মশা, মো মিলন প্রমূখ।
এ দিন তিনি বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন। এলাকাবাসীকে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহŸান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ