বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুর জেলা সংবাদদাতা : এতিমখানার এক শিশুকে পেটানোর অভিযোগে জামালপুর পৌরসভার কাউন্সিলর জামাল পাশাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ
বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করার পর জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ কে এম মাইনুদ্দিন সিদ্দিকী তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন জামালপুর সরকারি শিশু পরিবার (এতিমখানার) শিশু অষ্টম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান শ্রাবণের সঙ্গে বুধবার বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক স্পোর্টস চলাকালে কাউন্সিলর জামাল পাশার ভাতিজা শাহীনের তর্ক বিতর্ক হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় কাউন্সিলর জামাল পাশা শিশু শ্রাবণকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত শ্রাবণকে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার সহপাঠিরা। এই ঘটনায় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জসিম উদ্দিন বাদী হয়ে জামালপুর থানায় শিশু আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই জামাল পাশাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার জামাল পাশাকে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মাইনুদ্দিন সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।