Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে পড়ে নিহত ৮

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ৫:০১ পিএম

বান্দরবানের রুমা সড়কে দৌলিয়ান পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসে পড়লে ৮জন যাত্রীর মৃত্যু হয়। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বেশ কয়েকদিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। আজ দুপুরে রাস্তা ভাঙা থাকায় বাস থেকে নেমে যাত্রীরা পার হচ্ছিলেন। বাসটিও তাদের পেছনে যাচ্ছিল। এসময় পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে ৮ জন চাপা পড়ে নিহত হয়। এ ঘটনায় বহু আহত হয়েছে। নিহত ও আহতদের উদ্ধারে কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ