Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িতে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৫ জন আটক

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ি(দিনাজপুর)সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়িতে থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেন্সিডিল, ৩০লিটার দেশীয় চোলাই মদ ও ৭টি গাঁজার গাছসহ ৫জনকে আটক করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ি থানার ওসি মোকছেদ আলী বলেন, তিনিসহ এ এস পি সার্কেল এইচ এম ফয়জুর রহমানের নেতৃত্বে বুধবার দিবাগত রাত ৯টায় মাদিলাহাট গামী একটি অটো টেম্পোকে চিন্তামন মোড়ে আটক করে তল্লাশি করা হয়। এ সময় টিনের ড্রামে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীরা হলেন,উপজেলার উষাহার গ্রামের হাছেন আলীর ছেলে মনোয়ার হোসেন(২৩)ও গণিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আবু তাহের(৩০)। এ ছাড়া রাত সাড়ে ৮টায় পৌর এলাকার স্টেশন খালাশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫লিটার দেশীয় চোলাই মদসহ কানাহার গ্রামের মৃত-নিশান আলীর ছেলে বাহার আলী(৫০)কে আটক করা হয়। অপরদিকে বৃহস্পতিবার বেলা ১২টায় চিন্তামন মোড়ে ফুলবাড়ি গামী একটি অটোটেম্পুকে থামিয়ে তল্লাশি করে স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ৩০বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় স্কুল ব্যাগের মালিক চৌরাইট গ্রামের সাকিব আল হাসান(১৮) নামে এক যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ