Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রাউন সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খান আগামী দুই বছর এম. আই. সিমেন্ট ফ্যাক্টরী লি. (ক্রাউন সিমেন্ট) এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করবেন। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই সময়ে তামিম ইকবাল ক্রাউন সিমেন্ট এর বিভিন্ন প্রচারনা, প্রচারনামূলক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে জাতীয় দলের এই দুর্দান্ত উদ্বোধনী ব্যাটসম্যান পরবর্তী দুই বছর অংশগ্রহন করবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. খবির উদ্দিন মোল্লা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবি এবং কোম্পানীর অন্যান্য নির্বাহী কর্মকর্তারা। তামিম ইকবালের সাথে ক্রাউন সিমেন্ট এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যান্ড বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. সারোয়ার আলম চৌধুরী। অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, দেশের অন্যতম বিশ্বস্ত সিমেন্ট কোম্পানী ক্রাউন সিমেন্ট এর সাথে ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হওয়ায় গর্বিত বোধ করছি। তিনি বলেন, ক্রাউন পরিবারের সাথে আমার সম্পর্ক শুধু বাণিজ্যিক নয়, তার চেয়েও বেশি। ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান ক্রাউন সিমেন্ট এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির। একই সাথে তিনি বাংলাদেশে ক্রিকেট দলে তামিম ইকবালের উত্তোরোত্তর সফলতা কামনা করেন। তিনি বলেন, ক্রাউন সিমেন্ট সর্বদা ক্রিকেটারের সাথে আছে। তিনি আরও বলেন, তামিম ইকবাল ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হওয়ায় ক্রাউন সিমেন্ট এর ভাবমূর্তি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। ক্রাউন সিমেন্ট দেশের অন্যতম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সিমেন্ট রপ্তানিতে যার অবস্থান বাংলাদেশের শীর্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ