Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লোপা হোসেইন’র তৃতীয় এককে গাইলেন আসিফ আকবর

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর ও লোপা হোসেইনের মধ্যে ব্যক্তিগত পরিচয় অনেক আগে থেকেই। লোপা যখন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নেন, তখন থেকেই তাদের পরিচয়। তবে কখনোই একসঙ্গে গান করা হয়ে উঠেনি দু’জনের। প্রথমবারের মতো লোপা তার তৃতীয় একক অ্যালবামের টাইটেল সং গাওয়ার জন্য আসিফ আকবরকে অনুরোধ করেন। আসিফও লোপার কথায় সম্মতি জানিয়ে গান গাইলেন। আগামী ৫ আগস্ট লোপা হোসেইনের তৃতীয় একক ‘আত্মাসঙ্গী’ লেজার ভিশনের ব্যানারে বাজারে আসবে। অ্যালবামের টাইটেল সং ‘আত্মসঙ্গী’তেই প্রথমবারের মতো একসাথে গেয়েছেন আসিফ ও লোপা। গানের কথা ও সুর করেছেন সীরাজুম মুনির এবং সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। লোপার সঙ্গে প্রথম গান গাওয়া প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘সীরজুম মুনিরের কথা ও সুরে যেমন প্রথম গেয়েছি, অনুরূপভাবে লোপার সঙ্গেও প্রথম গাইলাম। অসাধারণ একটি মেলোডি ঘরানার গান হয়েছে। বহুদিন ডুয়েট গানে এমন সুর পাইনি। গানটি গাইতে যেমন ভালো লেগেছে, তেমনি রেকর্ডিং-এর পর শুনে ভালো লেগেছে। লোপা খুব ভালো গায়, এই গানটিও ভালো গেয়েছে। আশা করি, শ্রোতারা গানটি বেশ আগ্রহ নিয়েই শুনবেন।’ লোপা হোসেইন বলেন, ‘আত্মাসঙ্গী গানের কন্ঠসঙ্গী আসিফ ভাই। তারসঙ্গে গান গাওয়ার স্বপ্ন ছিলো। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো, এজন্য আসিফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সবশ্রেণীর শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই গানটি করা। তবে এটাও বলতে চাই বোদ্ধা শ্রেণীর শ্রোতা, যারা অনেকদিন মনের মতো রোমান্টিক গান শুনেন না, তাদের জন্যও গানটি হবে অনেক ভালো লাগার। সীরাজুম মুনীর বলেন, ‘যার যার গায়কী ঠিক রেখে একে অন্যের জন্য চমৎকার গেয়েছেন।’ শিগগিরই আসিফ লোপার এই গানটির মিউজিক ভিডিওর শূটিং শুরু হবে। লোপা হোসেইনের প্রথম একক ‘আঁড়ি’ ২০০৭ সালে এবং দ্বিতীয় একক ‘আশার ভেলা’ ২০১৩ সালে বাজারে আসে। তৃতীয় অ্যালবামের ছয়টি গানেরই কথা এবং সুর সীরাজুম মুনিরের।



 

Show all comments
  • সাজু ২৩ জুলাই, ২০১৭, ২:৪৬ এএম says : 0
    আশা করি অ্যালবামটি ভালো হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ