Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শেখ হাসিনার অধিনেই হবে আগামী সংসদ নির্বাচন

ঈশ্বরগঞ্জে পথসভায় এম এ ছাত্তার

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুছ ছাত্তার বলেছেন, বিএনপি, জাতীয় পার্টির মতো আওয়ামী লীগ সেনা বাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে আসে নি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল তাই শুরু থেকে জনগণকে সাথে নিয়ে সকল আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতা এনেছে। জনগণের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধিনেই হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত শুক্রবার সন্ধ্যায় গণসংযোগ কালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের মগবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংযোগ কালে অনুষ্ঠিত পথসভা জাফর আহাম্মেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি বদরুল আলম প্রদীপ, মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবুল মুনসুর, কৃষক লীগ আহবায়ক আ: হান্নান ভূঞা, যুবলীগ আহবায়ক মতিউর রহমান, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান জুয়েল, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস আবু বাহারুল আলম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শহীদুল ইসলাম মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল­াহ, জেলা যুবলীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহাবুবর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ