Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গঙ্গাচড়ায় ড্রেন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনামুল হক মাজেদী গঙ্গাচড়া (রংপুর) থেকে : রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকার সচেতন জনতা কাজ বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, জেলা পরিষদ থেকে গঙ্গাচড়া বাজারের উপজেলা খাদ্য গুদাম থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ড্রেন নির্মাণে প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সংশ্লিষ্ট ঠিকাদার দু’মাস আগে ড্রেন নির্মাণের কাজ শুরু করেন। ড্রেন নির্মাণের ধীরগতি হওয়ার কারণে বৃষ্টি হলেই রাস্তায় যানজটের সৃষ্টি হলে শিক্ষার্র্থীসহ পথচারীরা দুর্ভোগে পড়ে।
সূত্র জানায়, সংশ্লিষ্ট ঠিকাদার ড্রেন নির্মানের নকশা মোতাবেক কাজ না করে অনিয়মের আশ্রয় নিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। কোথাও কোথাও ড্রেন বাকা করে ব্যবসায়ীদের কাছ থেকে মোট অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে নিম্নমানের রড, সিমেন্ট, বালু, পাথর, রাস্তাার পুরানো ও পিক ইট দিয়ে ড্রেনের কাজ করার সময় এলাকার সচেতন জনতা ড্রেনের কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
জেলা পরিষদের প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ