Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে বৃষ্টি হলেই জমে হাঁটুপানি

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

গোয়ালন্দ ( রাজবাড়ী ) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের জিরো পয়েন্টে বৃষ্টি হলেই হাটুপানি জমে থাকছে । পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে সাধারন মানুষ ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে পায়ে হেটে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
বাজার ব্যবসায়ী আবুল বাশার, আঃ রাজ্জাক, দিনেশ কুন্ডু জানান, দোকানের সামনে পানি জমে থাকার কারণে যানবাহন যখন একটু গতিতে চলাচল করলেই পচা কাদার পানি এসে ক্রেতাদের গায়ে লেগে যায়। আবার ক্রেতারা পায়ে হেটে দোকানে প্রবেশ করতে পারে না। অন্যত্র দোকান থেকে বাজার করে ঘরে ফেরে। ফলে এ সড়কের দোকানদারদের কেনা বেচা দিন দিন হ্রাস পাচ্ছে।
ক্ষুদ্র যানবাহন অটো চালকেরা জানান, খানাখন্দের কারণে পানি জমে থাকায় যাত্রীদের নিয়ে চলতে গিয়ে দুঘর্টনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। সড়কটি দ্রæত মেরামত করে চলাচলের উপযোগী করার দাবী জানিয়েছেন ব্যবসায়ী ও যানবাহন চালকসহ সর্বস্তরের মানুষ।
অপরদিকে বালিয়াকান্দি থানা রোডে পায়ে হেটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। সড়কটিতে কাদা পানিতে একাকার হয়ে থাকে প্রায় সারা বছরই। সড়কটিতে এ দুঃসহ অবস্থার কারণে থানায় আগত লোকজন ও স্কুলগামী ছেলে-মেয়েদের পড়তে হয় চরম দুর্ভোগে। রাস্তা থেকে ড্রেন উচু হওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় এ দুর্ভোগ নিত্যদিনের হয়ে দাড়িয়েছে। এ দুর্ভোগের শিকার হয়ে স্কুল, পোষ্ট অফিস ও মসজিদে যাতায়াত করে সাধারন জনগন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম বলেন, থানার প্রবেশের একমাত্র পথ ও ব্যস্ততম সড়ক হলেও দীর্ঘদিন যাবৎ দুরাবস্থার মধ্যে রয়েছে। দ্রæত সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করা প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ