বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত ৫ বাসযাত্রী আহত হয়েছেন। আজ শনিবার ভোরে ধুনট-কাজিপুর কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সড়কের রৌহাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডু জানান, মহাসড়কে যানজটের কারণে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস শেরপুর হয়ে ধুনট-কাজিপুর আঞ্চলিক সড়ক দিয়ে সিরাজগঞ্জের দিকে আসছিল।
ভোরে সোনামুখী রৌহাবাড়ী নামকস্থানে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত ও অন্তত ৫ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠায় বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।