Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বোচাগঞ্জে ট্রাক্টর চাপায় নিহত ২

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক্টরচাপায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাঙ্গা মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বোচাগঞ্জ উপজেলার পোড়াপুকুর গ্রামের নাজমুল ইসলামের ছেলে ভ্যানচালক উজির আলী ও বোচাগঞ্জ পৌরসভার বকুলতলা এলাকার আবদুস সামাদ শাহের ছেলে স্বপন শাহ।
জানা গেছে, উপজেলার ভাঙ্গা মাদ্রাসা মোড় এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বালুবাহী ট্রাক্টর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক উজির আলী ও ভ্যানের যাত্রী স্বপন শাহ নিহত হন।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রধান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ