Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় সড়ক ব্যবস্থার বেহাল দশা ভোগান্তিতে জনসাধারণ

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার সড়ক ব্যবস্থার বেহাল দশা অতীতের সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে। জেলার ২০ লাখ মানুষ যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার উপর কেবল আস্থা হারিয়েছে তা নয় প্রতিনিয়ত দূর্ভোগ আর অস্বস্থিতে পথ চলতে হচ্ছে। বর্তমান বর্ষা মৌসুম পূর্বের দুরবস্থাকে অধিক এর শক্তিশালী করনে এক স্থান হতে অন্য স্থান যাওয়ার আগ্রহ এবং ইচ্ছা শক্তির মৃত্যু ঘটছে। নিতান্ত প্রয়োজন ব্যতীত সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক কোন লোক পার হতে চায় না। সাতক্ষীরা কালিগঞ্জ সড়কটির বেহাল দশা, জরাজীর্ণতা জন ভোগান্তীর কারনে পরিনত হয়েছে। কেবল সাতক্ষীরা কালিগঞ্জ সড়ক নয় জেলার অভ্যন্তর দিয়ে প্রবাহমান সব সড়কের একই অবস্থা। জেলা শহরের অভ্যন্তরে সংযোগ সড়ক গুলোর অবস্থাও জন দূর্ভোগের সাথে সম্পৃক্ত। সম্ভাবনাময় জেলা হিসেবে সাতক্ষীরার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার সমূহ উন্নয়ন ঘটার তা ঘটছে না জাতীয় অর্থনীতিতে দীর্ঘ কয়েকদশক যাবৎ বিশেষ এবং কাঙ্খিত ভূমিকা পালনকারী সাতক্ষীরার সড়ক ব্যবস্থা বন্ধুর পথ নির্দেশনা করে চলেছে। এক কথায় বলা যায় ভেঙ্গে পড়েছে সাতক্ষীরার সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলা শহরের প্রাণ কেন্দ্রের সড়ক ব্যবস্থা এবং সড়কে অস্তিত্বহীনতা বলে দেয় সাতক্ষীরা জনসাধারন কতটুকু দূর্ভোগ আর দূর্যোগ এর মধ্যে দিন যাপন করছে পথ চলছে। সাতক্ষীরা সড়ক যোগাযোগ ব্যবস্থা জেলাবাসীর জন্য আর্শিবাদের পরিবর্তে অভিশপ্তের নির্দেশনা করছে। সব ধরনের যাত্রীরা প্রতিমুহুর্ত ভঙ্গুর জরাজীর্ন এবং খানা খোন্দকময় সড়কের জন্য এক ধরনের অস্থিরতা বিরক্ত আর বিড়ম্বনাকে সঙ্গী করে চলেছে। জেলার সড়ক ব্যবস্থার কারন দশা সা¤প্রতিক সময়ের তা নয় দীর্ঘদিনের। দেশের অর্থনীতির কারিগর এই সড়কটি হিমায়িত চিংড়ী বহন ভোমরা স্থল বন্দরের মালামাল পরিবহনে, সড়ক পথে সুন্দরবন যাওয়াসহ জাতীয় ভাবে বিশেষ অনুকরনীয় কিন্তু সড়কটির অস্তিত্ব প্রায় বিপন্ন এবং যাতায়াতের অনুপোযোগী। দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা, দায়িত্বহীনতায় সাতক্ষীরা কালিগঞ্জ সড়কটি জরাজীর্ণতাকে ব্যাপক ভাবে স্পর্শ করার পর গত কয়েকমাস পূর্বে কদমতলা হতে আলীপুর বাঁকাল পর্যন্ত সড়কটির টেন্ডার পরবর্তি ওয়ার্ক অর্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটির সংস্কার কাজ শুরুতে চরম অবহেলা প্রদর্শন করে আসছে। একদিকে ঠিকাদারের কাজ শুরু করনে দীর্ঘসূত্রতা অন্যদিকে দেখভালের দায়িত্বপ্রাপ্ত সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বহীনতা সড়কটি যেমন জরাজীর্ণতায় পরিপূর্ণতা আনায়ন করেছে। অনুরুপ ভাবে ঠিকাদার প্রতিষ্ঠানের দীর্ঘসূত্রিতাকেও মেনে নিচ্ছে। বিভিন্ন সূত্রে জানাগেছে ঠিকাদার প্রতিষ্ঠানটির কালক্ষেপনের কারনে ওয়ার্ক অর্ডার হলেও কাজ শুরুতে যেমন বিলম্ব ঘটিয়েছে বর্তমানেও কাজ চলছে মন্থর গতিতে। শহরের প্রাণকেন্দ্রের সড়ক কেবল বেহাল দশায় পূর্ণতা নয় কোথাও কোথাও পানি জমে এমন গর্তের সৃষ্টি হয়েছে যা পুকুরের দৃশ্যায়মান ঘটিয়েছে। যাত্রীবাহী যানবাহন গুলো হেলাদুলা অবস্থায় চলছে এবং গর্তের কাদা খোয়া মিশ্রিত লাল হলুদাভাব পানি ছিটকে পথ চারীদেরকে ভিজিয়ে দিচ্ছে। জেলা শহরের সড়কটির সংস্কার কাজ বিলম্ব হলেও ধীরগতিতে শুরু হলেও সাতক্ষীরা কালিগঞ্জের অপরাপর অংশের সড়ক সংস্কারের উদ্যোগ নেই বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন সংযোগ সড়ক আশাশুনীর দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনরের অভ্যন্তরের সংযোগ সড়ক সংস্কারের অপরিহার্যতা দেখা দিয়েছে। আলিপুর হতে মুন্সিগঞ্জ পর্যন্ত সড়ক সংস্কার অপরিহার্য। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ বর্তমান বর্ষা মৌসুমের সময়ে সড়কের চরম ভঙ্গুরদৃশ্য প্রত্যক্ষ করছে কিনা তারাই জানেন, তবে জেলাবাসি অভিজ্ঞতাকে সাথে নিয়ে বিশ্বাস করেন সাতক্ষীরার সড়ক ও জনপথ বিভাগ দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলেছে, জনদূর্ভোগকে ভোগান্তী মনে করছেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ