বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : সহধর্মীনির দায়ের করা মামলায় সাতক্ষীরার সহকারী জজ আদালতের বিচারক হারুণ অর রশীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। যশোরের আমলী আদালতের বিচারক শাহিনুর রহমান গত বৃহস্পতিবার এই আদেশ দেন।
অদালত সূত্রে জানা যায়, সহকারী জজ হারুণ অর রশীদের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে। তার বিরুদ্ধে যৌতুক দাবি ও প্রতারণার অভিযোগে তার সহধর্মীনি জবা খাতুন গত ১৯ ও ২৩ মার্চ যশোরের আদালতে দুটি মামলা করেন। মামলার নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলার বাদী যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বুরুলিয়া গ্রামের জবা খাতুন জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সহকারী জজের সঙ্গে তার বিয়ে হয়।
এরপর স্বামীর সঙ্গে সাতক্ষীরায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পর জানতে পারেন হারুণের আরেকটি স্ত্রী রয়েছে। বিষয়টি গোপন রেখে তাকে কেন বিয়ে করা হলো এই প্রশ্ন তুললে জবাব না দিয়ে উল্টো তার পিতার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন হারুণ। বাধ্য হয়ে তিনি আদালতের আশ্রয় নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।