Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারার তৈলারদ্বীপ সার্কুলার সড়ক বেহাল দশায় ২৫ হাজার মানুষের দুর্ভোগ

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

জাহেদুল হক, আনোয়ারা (চট্টগ্রাম) থেকে : ইট,বালু ও খোয়া উঠে খানাখন্দে পরিণত হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সার্কুলার সড়ক। কোথাও কোথাও বড় বড় গর্ত হয়ে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। বেহাল এই সড়ক দিয়ে যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। এজন্য এই সড়কে যাতায়াতকারী যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসী জানায়, তিন কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে তৈলারদ্বীপের ১৪টি পাড়ার ২৫ হাজারের বেশি মানুষ চলাচল করে। তাছাড়া আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ, তৈলারদ্বীপ এর্শাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়,বারখাইন জামেয়া জুমহুরিয়া ফাযিল মাদ্রাসা,তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়,মজিদিয়া ছৈয়দিয়া কাদেরিয়া এবতেদায়ী মাদ্রাসা ও দক্ষিণ তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। দুই বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ওই এলাকার বাসিন্দাদের পেতে হচ্ছে সীমাহীন কষ্ট।
সিএনজি চালক সাইফুল ইসলাম বলেন, সরকার হাট গরুর বাজার থেকে দক্ষিণ তৈলারদ্বীপ পর্যন্ত তিন কিলোমিটার সড়কেরই বেহাল দশা। সড়কের সিংহভাগ পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তার এই বেহাল অবস্থার কারণে যানবাহনের যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনাও ঘটতে পারে বলে তিনি আশংকা করছেন। আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়,১৯৯১ সালে পানি উন্নয়ন বোর্ড উপজেলার তৈলারদ্বীপ ফেরীঘাট থেকে দক্ষিণ তৈলারদ্বীপ পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার সড়ক বেড়িবাঁধ হিসেবে নির্মাণ করে। ২০০১ সালে এটি সার্কুলার সড়ক নামে কার্পেটিং করা হয়। সর্বশেষ ২০০৮ সালে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে আর কোনো সংস্কার না হওয়ায় দুই বছরের বেশি সময় ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে বেশিরভাগ স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারণে সড়ক দিয়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
সূত্র আরো জানায়,সড়কটি সংস্কারের জন্য চাহিদাপত্র তৈরি করে টেন্ডার আহবান করা হলে চলতি বছরের ২৯ মে তা সম্পন্ন করা হয়। সড়কের ১০৭০ মিটার রক্ষণাবেক্ষণ ও ১৮২৫ মিটার এইচডিবি দ্বারা উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ৫৯ হাজার ৬৮২ টাকা। জাফর এন্ড ব্রাদার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়। কিন্তু টেন্ডারের প্রায় দুই মাস গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত কাজ শুরু না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।



 

Show all comments
  • md.gias uddin ২৩ জুলাই, ২০১৭, ৮:৩৪ পিএম says : 0
    আনোয়ারার তৈলারদ্বীপ সার্কুলার সড়ক বেহাল দশায় ২৫ হাজার মানুষের দুর্ভোগ এই নিউজটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ