Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বরিশালে পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বাড়ছে হতাশা ও ক্ষোভ

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


বরিশাল ব্যুরো : বরিশাল মহানগরী রাস্তাঘাট দিন দিন অপরিচ্ছন্ন হয়ে পড়ছে। প্রায় ৫৮বর্গ কিলোমিটারের এ নগরীতে ডাষ্টবিনের সংখ্যা হাতে গোনা। ফলে ময়লা আবর্জনা রাস্তার পাশেই ফেলছেন নগরবাশী। নগর ভবনের পরিচ্ছন্ন কর্মীরাও নগরীর বিভিন্ন রাস্তার মোড়ে ময়লা আবর্জনার স্তুপ তৈরী করেন। কিন্তু এসব জঞ্জাল পরিস্কার হয়না নিয়মিত। এসব ময়লাÑআবর্জনা অপসারনে গার্বেজ ট্রাকের বিশাল বহর থাকলেও তার অর্ধেকই বন্ধ। সচলগুলোর জ্বালানী ব্যায় মেটাতেও হীমশীম খাচ্ছে নগর ভবন। এমনকি নগরীর ময়লা আবর্জনা পরিস্কার করার দায়িত্বে নগরবাসীর করের টাকায় যে বিশাল জনবল রয়েছে, তাদের বেশীরভাগের বিরুদ্ধেই কোন কাজ না করারও অভিযোগ রয়েছে। এমনকি এসব ‘পরিচ্ছন্ন কর্মী’র বেতন প্রদানেই নগর ভবনের কোষাগার এখন শূন্যের কোঠায়। কিন্তু নগরীর রাস্তাঘাট ঝাড়– দেয়া থেকে শুরু করে পয়ঃনিষ্কাকাশন ব্যবস্থা ও ময়লা আবর্জনা নিয়মিত পরিস্কার হচ্ছেনা। ফলে নগরীর অনেক এলাকয় দূর্গন্ধে পথ চলা দায়। ওপরের ছবিটি নগরীর পোর্ট রোড ও বাঁধ রোডের সংযোগ স্থল থেকে তোলা। এধরনের ময়লার স্তুপ নগরীর নবগ্রাম রোডে শহিদ আলমগীর ছাত্রাবাসের সম্মুখের। একই দৃশ্য চোখে পড়ে নগরীর আরো কয়েকটি জনবহুল এলাকাতেও। নগরীর ড্রেনগুলোও নিয়মিত পরিস্কার হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই এনগরীর রাস্তাঘাট সয়লাব হয়ে যায়। কিন্তু বছরের পর বছর এসব অব্যবস্থাÑঅনিয়ম ও অস্বাস্থ্যকর পরিস্থিতি থেকে রেহই মিলছেনা বরিশাল মহানগরবাসীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ