রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ উপজেলার বাগিচাপাড়া গ্রামের এক দরিদ্র পিতার (১৭) বছর বয়সের কিশোরী মেয়ে ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত লায়েক মন্ডলের ছেলে মোসলেম মন্ডল (৬০) ও একই গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে ইদ্রীস মন্ডল (৬৫)। থানার উপ-পরিদর্শক মোজাফ্ফর হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের দরিদ্র বাবলু সরদারের মেয়ে ও একই গ্রামের ময়েজ সোনারের বখাটে ছেলে দুই সন্তানের জনক ধর্ষক জিয়াউর রহমান ওরফে জিয়া ওই কিশোরী মেয়েকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ৪/৫ মাস যাবৎ তার সাথে অবৈধ সম্পর্ক করে ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানাজানি হলে একটি মহল বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মূল আসামিসহ শালিসদার ১০ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত মূল আসামি ও শালিসদারসহ চার জন আসামিকে গ্রেফতার কারা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।