Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে ধর্ষণ মামলার আরও ২ আসামি গ্রেফতার

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ উপজেলার বাগিচাপাড়া গ্রামের এক দরিদ্র পিতার (১৭) বছর বয়সের কিশোরী মেয়ে ধর্ষণ মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- আদমদীঘি উপজেলার বাগিচাপাড়া গ্রামের মৃত লায়েক মন্ডলের ছেলে মোসলেম মন্ডল (৬০) ও একই গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে ইদ্রীস মন্ডল (৬৫)। থানার উপ-পরিদর্শক মোজাফ্ফর হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের দরিদ্র বাবলু সরদারের মেয়ে ও একই গ্রামের ময়েজ সোনারের বখাটে ছেলে দুই সন্তানের জনক ধর্ষক জিয়াউর রহমান ওরফে জিয়া ওই কিশোরী মেয়েকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ৪/৫ মাস যাবৎ তার সাথে অবৈধ সম্পর্ক করে ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানাজানি হলে একটি মহল বিষয়টি শালিস বৈঠকের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। পরে ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে মূল আসামিসহ শালিসদার ১০ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত মূল আসামি ও শালিসদারসহ চার জন আসামিকে গ্রেফতার কারা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ