Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে মারধর

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদাতা

কলাপাড়ায় পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রীকে বেধরক মারধর করেছে স্বামী সজিব হাওলাদার। গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় স্ত্রী জান্নাত আক্তার (২১)কে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বানাতীবাজার সংলগ্ন কলনী এলাকায়। মোবাইলে পরোকীয়া করতে বাঁধা দেওয়াতে তার উপর এমন নির্যাতার করেছে বলে আহত জান্নাত জানান। আহত জান্নাতের পরিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ বছর পূর্বে ধুলাসার ইউনিয়নের চর চাপলী গ্রামের হতদরিদ্র ইব্রাহিম মৃধার একমাত্র জান্নাতের সাথে বিয়ে হয় পাশর্^বর্তী বালিয়াতলী ইউনিয়নের বানাতীবাজার সংলগ্ন কলনীর রুহুল আমিন হাওলাদের ছেলে সজিবের সাথে। বিয়ের পর সংসার জীবন খুব ভালই চলছিল। এর পরই তার স্বামী জড়িয়ে পরে পরকীয়। এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে দু’জনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে জান্নাতকে বেধরক মারধর করে। খবর পেয়ে গতকাল শুক্রবার সাকালে পরিবারের লোকজন গিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। কলাপাড়া হাপাতালের আবাসিক মেডিকেল আফিসার ডাক্তার জে এইচ খান লেলীন জানান, শরীরে তেমন বড় কোন আঘাতের চিহ্ন নেই। তবে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত জান্নাতের মা মিনারা বেগম জানান, মেয়ে সুখের কথা চিন্তা করে বিয়ের সময় জামাইকে নগত ৩৫ হাজার টাকা, স্বর্নালংকারসহ যাবতিয় মালামাল দেয়া হয়েছে। কিন্তু বিয়ের পর তাদের সংসার ভালই ছিল। সান্তন জন্মের পর থেকেই তার মেয়ে জিন্নাতের উপর নির্যাতন শুরু করে। বিষয়টি তাদের চেয়ারম্যানকে জানানো হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ