Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

অর্থ আদায়ে মিথ্যা মামলায় জড়িয়ে থানায় এনে নির্যাতনের অভিযোগ

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে থানায় এনে শারীরিক নির্যাতন করে টাকা দাবি করায় এক এস আই এর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতরা এর প্রতিকার চেয়ে সহকারী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের শরাফত আলী ওরফে মিন্টুর সাথে একই গ্রামের জুয়েল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সালিশ দরবার করে। সালিশে প্রকৃত দলিল উপস্থাপনের জন্যে বলা হলে হযরত আলী ও শরফত আলী ১১ জুলাই ঈশ্বরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল উত্তোলন করে বাড়ি ফেরার পথে জুয়েল মিয়া লোকজন নিয়ে রাস্তা অবরোধ করে তাদেরকে আটকিয়ে মারধর করে দলিল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় হযরত আলি ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তাদের মামলা নেয়নি। উল্টো হযরত আলির প্রতিপক্ষ জুয়েল মিয়া হযরত আলীসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা করে। এ মামলায় শরাফত আলী ও হযরত আলী গত ১৬ জুলাই ময়মনসিংহ আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে তারুন্দিয়া ইউপির জামতলা নামক স্থানে এস আই নাজমুল আমিন পিকআপ গ্রতিরোধ করে শরাফত আলীও হযরত আলীকে ধরে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে দু’টি মোবাইল ১ হাজার ৯শ’ টাকা রেখে আরও ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেয়ায় ব্যাপক মারধর শুরু করে। এ সময় তারা থানা থেকে তাদেরকে ছেড়ে দিলে ৬ হাজার টাকা দিতে রাজি হয়। দাবিকৃত টাকা না দেয়ায় পরদিন তাদেরকে আদালতে প্রেরণ করে। ১৭ জুলাই আসামিরা জামিন পেয়ে রিকল থানায় জমা দিয়ে তাদের মোবাইল ও টাকা ফেরত চাইলে এস আই নাজমুল আমিন শরাফত আলী ও হযরত আলীকে গালাগাল করে টাকা ফেরত না দিয়ে বলে “তোর বাবা মেয়র ছাত্তার ও চিটার রাশিদকে নিয়ে আয়। দেখি তোর বাবার কতটুকু হিম্মত আছে।” আরও বলে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিব। অভিযুক্ত এস আই নাজমুল আমিন তার বিরুদ্ধে আনিত অভিযোগটি অস্বীকার করেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সীমা রাণী সরকার বলেন, এ ধরণের অভিযোগের সত্যতার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ