রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক : দেশের দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে ২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আরিফ হোসেন (২৮)। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের ইউপি সদস্য আছাদুজ্জামান ধোনার ছোট ছেলে। কলারোয়া পৌরসভার মেয়র আক্তারুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টার দিয়ে নিজ বাড়িতে পানির লাইনের মটর ঠিক করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আরিফ। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনাটি নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক (অটোরিক্সা) চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক রোবেল হোসেন (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রোবেল হোসেন দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত ইজিবাইক (অটোরিক্সা) ভাড়ায় চালিয়ে আসছে। মর্তুজাবাদ টেকপাড়া এলাকার কুদ্দুসের গ্যারেজে নিয়মিত চার্জ দিয়ে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ওই গ্যারেজের লোকজন আহতকে ইউএসবাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রোবেল হোসেন কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামাড়ি থানার চরগলাদিয়া এলাকার আবেদীনের ছেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।