Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে গরু চুরি

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় এ গরু চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই গ্রামের ফরহাদ হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের একটি গাভী ও বাছুর গরু চুরি করে নিয়ে যায়। ফরহাদ হোসেন জানান, প্রতিদিন ৫ কেজি করে দুধ দেয়া ওই গাভী ও বাছুর চুরি হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। মির্জাপুর থানা সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহেল গরু চুরি হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ