Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি শিরীন আখতারকে ছাগলনাইয়ায় অবাঞ্ছিত ঘোষণা

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা ঃ জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে তার নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ। গত বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন বুলু মজুমদার শিরীন আখতার এমপিকে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় উপস্থিত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সমর্থন জানান। বুলু মজুমদার তার বক্তব্যে বলেছেন, শিরীন আখতার জাসদের নেত্রী। সে আওয়ামীলীগের কাঁধে বর করে এমপি নির্বাচিত হওয়ার পর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম তথা ফেনী-১ আসনের আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে কোন কাজেই সমন্বয় করেননি। আগামী নির্বাচনে আমরা শিরীন আখতারকে এ আসন থেকে আর এমপি দেখতে চাইনা। আমরা তৃণমূল থেকে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি। উপজেলা শ্রমিকলীগের আহŸায়ক বেলায়েত হোসেন বেলাল মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মজুমদারের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিমুল চৌধুরী, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক মানিক, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, সহ দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ